VIGYAN MANCHA

কুসংস্কার কেন, দেখালেন বিজ্ঞান কর্মীরা

রাজ্য জেলা

শনিবার বিধাননগরে কুসংস্কার বিরোধী প্রদর্শন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের।

কুসংস্কার কোনটা, কেন তার মধ্যে বিজ্ঞান নেই, হাতে কলমে দেখালেন বিজ্ঞান কর্মীরা। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা ট্যাবলো নিয়ে ঘুরলেন বিধাননগরের বিভিন্ন প্রান্তে। কুসংস্কার কোনটা, কোনটা বিজ্ঞান, চেষ্টা করলেন তুলে ধরার। 

শনিবার ২৮ জানুয়ারি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধান নগর কেন্দ্র বিজ্ঞান সচেতনতা অভিযান করল সুসজ্জিত ট্যাবলো নিয়ে। বিজ্ঞান কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও সচেতনতার বার্তা প্রচার করেছেন। আবৃত্তি, গান, নাচ, পথনাটিকা পরিবেশন করেন তাঁরা। সঙ্গে ছিল ‘কালা জাদু’ প্রদর্শনের মাধ্যমে কুসংস্কার বিরোধী প্রচার।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন