বাংলাদেশের পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। নিহত যুবক সংখ্যালঘু হিন্দু। ঘটনা ঘিরে উত্তেজনার মধ্যেই পুলিশ বলেছে যে নিহতের বিরুদ্ধে তোলাবাজি করে টাকা আদায় চক্র চালানোর অভিযোগ ছিল।
এদিনই দেশে ফিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণির মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদের নিশ্চিত করতে হবে-যে কোনও মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনও মূল্যে যে কোনও বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনও মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে।’’
দেশের পরিস্থিতি যদিও একেবারেই তা নয়। ইনকিলাবি মঞ্চের নেতা শরিফ ওসমানি হাদির হত্যার পর নতুন করে হিংসার আগুন জ্বলেছে বাংলাদেশে। ময়মনসিংহে মৌলবাদী উন্মত্ত জনতা বস্ত্র শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করেছে। তাঁর দেহ জ্বালিয়ে দিয়েছে এই বাহিনী। উন্মত্ত ভিড়ে তাণ্ডবে আগুনে পুড়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’।
মৌলবাদী বাহিনীর তাণ্ডব, দল বেঁধে পিটিয়ে হত্যা, সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নেমেছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অংশের বহু মানুষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী দলগুলি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে পিটিয়ে হত্যায় নিহতের নাম অমৃত মণ্ডল। তিনিও সম্রাট নামেও পরিচিত।
নিহতের দেহ পাঠানো হয়েছে রাজবাড়ি সদর হাসপাতালে। সেখানেই ময়না তদন্ত হবে। মন্ডলের এক সহযোগীকে পিস্তল এবং ওয়ান শটার সহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, বুধবার রাতে শাহিদুল নামে একজনের বাড়িতে অমৃত মণ্ডল দলবল নিয়ে টাকা তুলতে চড়াও হয়। এলাকার লোক ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। সম্রাটকে ধরে ফেল মারধর শুরু হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে পুলিশের বক্তব্যে সন্দিহান বিভিন্ন অংশ।
Bangladesh Mob Lynching
পিটিয়ে হত্যায় উত্তেজনা বাংলাদেশে, তোলাবাজি করতে গিয়ে আক্রান্ত, বলল পুলিশ
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0