Raniganj Book Stall

নয়া ফ্যাসিস্ট আক্রমণ রুখতে চেতনাকে ধারালো করার আহ্বান রানিগঞ্জের বুকস্টলে

জেলা

শারদ উৎসবে রানিগঞ্জে মার্কসীয় সাহিত্যের বিপণি কেন্দ্রের উদ্বোধন। ছবি: মলয়কান্তি মণ্ডল

শারদীয় উৎসবে রানিগঞ্জ কয়লাঞ্চলে মার্কসীয় বুক স্টল উদ্বোধন অনুষ্ঠানে নয়া ফ্যাসিস্ট শক্তির আক্রমণ প্রতিহত করতে চেতনাকে শাণিত করার আহ্বান জানান সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির অন্তর্গত সিহারশোল, বল্লভপুরে রবিবার মার্কসীয় সাহিত্য স্টলের উদ্বোধন হয়। বল্লভপুরে উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, এছাড়াও পার্টিনেতা সুপ্রিয় রায়, অনুপ মিত্র, হেমন্ত প্রভাকর, কল্লোল ঘোষ উপস্থিত ছিলেন। সিহারশোলে উদ্বোধন করেন বিমল গোস্বামী ও গগন চ্যাটার্জি, বক্তব্য রাখেন পার্টিনেতা সঞ্জয় প্রামাণিক। 

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রগতিশীল চর্চা জারি রাখতে এবং সঠিক তথ্যের আলোয় সমাজকে আলোকিত করতে মার্কসীয় পুস্তিকার অধ্যয়ন জরুরি। এদিন সিহারশোলে বুকস্টলে শহিদ ভগৎ সিং'র জন্মদিন শ্রদ্ধার সাথে পালিত হয়। বহু মানুষ এই কর্মসূচিতে শামিল হন।

Comments :0

Login to leave a comment