Rajasthan

চেতনাকে উদ্ধার করতে আনা হলো ‌র‌্যাট মাইনার

জাতীয়

প্রায় ৭০ ঘন্টা অতিক্রান্ত এখনও বোরওয়েলে আটকে তিন বছর বয়সী চেতনা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলিতে। সোমবার গভীর বোরওয়েলে পড়ে যায় ওই কিশোরী। বুধবার রাতে তাকে উদ্ধার করার জন্য আনা হয়েছে র‌্যাট মাইনারদের। তারা কাজ শুরুও করেছে। সূত্রের খনর সোমবার বাবার সাথে মাঠে খেলতে খেলতে বোরওয়েলে পড়ে যায় চেতনা। প্রথম সে ১৫ ফুট গভীরে আটকে যায়। তার বাবা তাকে উদ্ধার করতে গেলে সে আরও তলিয়ে যায়। প্রায় ১৫০ ফুট নীচে সে আটকে আছে বলে জানা যাচ্ছে। 

উত্তরাখন্ডে আটকে পড়া ৪১ জন শ্রমিককে যেই দল উদ্ধার করেছে সেই দল চেতনাকে উদ্ধারের কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। অক্সিজেনের কোন সমস্যা যাতে না হয় তার জন্য অক্সিজেন পাইপ নামানো হয়েছে ১৫০ ফুট নীচে। ক্যামেরাও নামানো হয়েছে তার ওপর নজর রাখার জন্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে তাকে উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যেতে পারে।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন