DIAMON HARBOUR LOK SABHA 2024

হাটুঁ পর্যন্ত জল, নৌকা ভাসালেন প্রতীক উর

রাজ্য লোকসভা ২০২৪

ফাইল চিত্র

নির্বাচনী প্রচারে বেরিয়ে কাগজের নৌকা ভাসালেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমান। বুধবার মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন তিনি। তার আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি হয় বেশ কিছুক্ষন। আর তাতেই হাঁটু পর্যন্ত জল জমে যায়। সেই জলের মধ্যেই প্রচার করতে থাকেন এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি। 

প্রচার চলতে চলরেই একটি কাগজের নৌকা জলে ভাসিয়ে তিনি বলেন, ‘‘অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল দাবি করে এলাকায় নাকি অনেক কাজ হয়েছে। এক ঘন্টার বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল জমে যায় এখানে। তৃণমূলের নেতাদের যদি চক্ষু লজ্জা থাকে তাহলে আর উন্নয়নের কথা বলবে না। মানুষের জন্য নৌকার ব্যবস্থা করুক। প্রতিবাদ স্বরূপ এই প্রতীকি নৌকা আমরা জলে ভাসিয়ে দিচ্ছি।’’

মহেশতলা, মেটিব্রুজ, বজবজ সহ ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিভিন্ন জায়গায় নাকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্য প্রবল। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। এলাকায় তীব্র জল কষ্ট। মিউনিসিপালিটি তৃণমূলের দখলে অথচ এলাকার মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে তারা ব্যার্থ। 

দশ বছরে সাংসদকে এলাকায় দেখেনি কেউ। শুধু দেখেছে তার ছবি। অথচ ডায়মন্ড হারবার নাকি গোটা রাজ্যে মডেল !

Comments :0

Login to leave a comment