Dharavi

ধারাভির কাপড়ের গুদামে আগুন

জাতীয়

ধারাভিতে কাপড়ের গুদামে আগুনী দগ্ধ হয়ে আহত এক মহিলা। বুধবার দুপুরে ধারাভির একটি কাপড়ের গুদামে আগুন লাগে। এশিয়া মহাদেশের অন্যতম বড় বস্তি মুম্বাইয়ের ধারাভি। বহু মানুষের বসবাসের পাশাপাশি ধারাভিতে বহু গুদাম রয়েছে।

গুদাম গুলির মধ্যে বুধবার অশোক মিলের একটি শাড়ির গুদামে আগুন লাগে। একটি গুদামের আগুন ছড়িয়ে পড়ে পাশের চারটি গুদামেও। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে কোন ব্যাক্তির মৃত্যু না হলেও একজন আহত হয়েছেন। ঘন বসতি পূর্ন এলাকায় আগুন লাগার ফলে আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে।

 দমকলে খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন এবং তিনটি বড় ট্যাঙ্ক দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন