Maldah Assistance Center

মালদহে সহায়তা কেন্দ্র হকার্স ইউনিয়নের

জেলা

মালদহ শহরে রাজ হোটেল মোড়ে হকার্স ইউনিয়নের সহায়তা কেন্দ্র।

দর্শনার্থীদের সহায়তা কেন্দ্র এবারও চালু করেছে মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়ন। সিআইটিইউ অনুমোদিত হকার্স ইউনিয়নের উদ্যোগে উৎসবের সময় চারদিন সহায়তা কেন্দ্র খোলা হয়।  জল, শিশুদের বিস্কুট এবং প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে এবারও। 
সহায়তা কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইটিইউ-র জেলা সভাপতি প্রণব দাস, সমাজসেবী বিদ্যুৎ বিশ্বাস, রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সম্পাদক মিন্টু চৌধুরী, সভাপতি অনুপম গুন এবং দোলন চাকি, বিশ্বপ্রিয় বিশ্বাস, অনীক ভট্টাচার্য, কৃষ্ণ ঘোষ প্রমুখ গণ-আন্দোলন ও সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন অনুপম গুন। শহরের প্রাণকেন্দ্র রাজ হোটেল মোড়ে এই কেন্দ্র খোলা হয়েছে।

Comments :0

Login to leave a comment