Recruitment Scam

এসএসসি দাগিদের মামলা খারিজ করলো হাইকোর্ট

রাজ্য কলকাতা

এসএসসি নিয়োগ মামলায় দাগিদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে গত সপ্তাহে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকা প্রকাশের পর তাঁদের যাতে পরীক্ষায় বসতে দেওয়ার হয়, সেই আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। মামলাকারীদের বক্তব্য, তাঁরা যে ‘দাগি’, তা কে ঠিক করে দিল? কিসের ভিত্তিতে তাঁদের ‘দাগি’ বলা হচ্ছে?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকায় যাদের নাম আছে তারা পরীক্ষায় বসতে পারবে না। তবে এসএসসির পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। সোমবার মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ কমিশনের উদ্দেশে প্রশ্ন করেন— ‘সিবিআই’র তালিকায় তো আরও বেশি নাম ছিল। এখানে এত কম কেন? সব দাগিদের নাম কী তালিকায় রয়েছে?’
এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ মামলাকারিদের উদ্দেশ্যে প্রশ্ন করেন গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি। এখন কেন আবেদন করেছেন?
মামলাকারিদের আইনজীবীর পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই দাগিরা সাদা খাতা জমা দেয়নি, তাই তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক। কিন্তু এদিন হাইকোর্টে কোন কথা শোনেনি, সরাসরি তারা মামলা খারিজ করে দিয়েছে।

Comments :0

Login to leave a comment