ফের ফিরতে চলেছে আইপিএল । ভারত পাকিস্তানের সামরিক লড়াইয়ের জন্য নিরাপত্তার কারণেই বন্ধ রাখা হয়েছিল আইপিএলের ম্যাচ । তবে বর্তমানে সেই পরিস্থিতির পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আইপিএলের। শোনা যাচ্ছে যে আগামী ১৭বা ১৮ তারিখেই শুরু হতে পারে ম্যাচ। গত বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ মাত্র ১০ওভার খেলেই বন্ধ হয়েগেছিল । তারপর প্রায় এক সপ্তাহ পরই সম্ভবত ফিরতে চলেছে আইপিএল ।
indian premier league
দ্রুত ফিরতে চলেছে আইপিএল

×
Comments :0