সপ্তসিন্ধু পাড় করার নেশায় জড়িয়ে পড়া পূর্ব বর্ধমান জেলার কালনার সাঁতারু সায়নী দাসকে বুধবার সম্বর্ধনা জানানো হয়। সদ্য ষষ্ঠসিন্ধু জিব্রাল্টাল প্রণালী পার করে আসা সায়নীকে পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্বর্ধনা জানান কালনা প্রেস ক্লাবের সাংবাদিকরা। প্রেস ক্লাবের প্রতিনিধিরা এদিন সায়নী দাসের কালনার বারুইপাড়ার বাড়িতে চলে আসেন। সেখানেই সায়নী দাসকে সংবর্ধিত করা হয়। সপ্তসিন্ধু পার করার স্বপ্নে বিভোর সায়নী দাস ইংলিশ চ্যানেল সহ পাঁচটি চ্যানেল পার করার পর সায়নী দাস দিল্লি থেকে তেনজিন নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার পান। তারপরেই এপ্রিল মাসে জিব্রাল্টাল চ্যানেল পার করতে যান। সেখানে সফল হয়ে তিনি মঙ্গলবার রাতে কালনার বারুইপাড়ার বাড়িতে ফিরে আসেন। তিনি গত বৃহস্পতিবার স্পেনের তারিফা থেকে মরোক্কোর ট্যাঙ্গার মেড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের জলপথ অতিক্রম করেন। সেই জলপথ অতিক্রম করতে সময় নেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। সবচেয়ে কম সময়ের মধ্যে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করার রেকর্ড ছিল জার্মানির সাতারু কনরাড পল হারবার্টের। বৃহস্পতিবারের পর সেই রেকর্ড চলে আসে সায়নী দাসের ঝুলিতে। এবার সুগারু চ্যানেল জয় করতে পারলেই সায়নীর সপ্তসিন্ধু চ্যানেল পার করার স্বপ্ন সাকার হবে।
Swimmer Sayani Das
সাঁতারু সাইনি দাসকে সম্বর্ধনা

×
Comments :0