King Cobra

কিং কোবরা উদ্ধারে চাঞ্চল্য ময়নাগুড়িতে

জেলা

ময়নাগুড়ি ব্লকের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই এলাকায় বাড়ির ড্রেন থেকে উদ্ধার হয় প্রায় ১২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির কিং কোবরা। শনিবার সকালে এই বিরল সাপটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়াতেই ভিড় জমে যায়। পরে পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে ধরে ফেলে। বিশেষজ্ঞদের অনুমান, দৈর্ঘ্যে সাপটির মাপ ১২ ফুটেরও বেশি।
স্থানীয়দের বক্তব্য মাঝেমধ্যেই এই অঞ্চলে বিশালাকৃতি সাপের দেখা মেলে। বিশেষত বর্ষার সময় বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে। উদ্ধারকারীরা জানান, কিং কোবরা সাধারণত মানুষের ওপর হঠাৎ আক্রমণ করে না, বরং নিজেদের নিরাপত্তার জন্যই আক্রমণাত্মক ভঙ্গি নেয়। সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। প্রকৃতিপ্রেমীদের মতে, বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলোতে মানুষ-প্রাণীর সহাবস্থান বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন