LAL CHAND RAJPUT

ভারতের বোলিং দুর্বল দেখাতে পারে ,একথা মানছেন লাল চাঁদ রাজপুত

খেলা

আগামী মাসেই আইপিএল শেষ হওয়ার পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। রোহিতের টেস্ট থেকে অবসরের পর এবার সেই পথে হাঁটতে চেয়েছেন বিরাটও । বিসিসিআইকে জানিয়েছেন তার টেস্ট থেকে অবসরের কথা। তবে ভারতের প্রাক্তন বোলিং কোচ লাল চাঁদ রাজপুত বলেছেন ' আমি নিশ্চিত যে বিসিসিআই বিরাটকে রাজি করতে পারবে ইংল্যান্ড সফরের জন্য '। এছারাও শামি এবং বুমরাহ না খেলার ব্যাপারে তিনি জানিয়েছেন ' শামি যদি না খেলে তাহলে বোলিংয়ে সমস্যা দেখা দিতে পারে । বুমরাহ ও শামি না খেললে আমাদের বোলিংয়ে খুবই অভিজ্ঞতার অভাব দেখা যাবে '। ২০০৭সালে ভারতের অনুর্ধ ১৯ দলের কোচ ছিলেন এই লাল চাঁদ রাজপুত।

Comments :0

Login to leave a comment