সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস । প্রথম ইনিংসের শেষে ১৩৩ রান করে ৭উইকেট হারিয়েছে দিল্লি। হায়দরাবাদের বোলিংয়েই ধসে পড়েছে দিল্লির ব্যাটিং । অধিনায়ক কামিংস নিয়েছেন ৩টি উইকেট । এছাড়াও উইকেট পেয়েছেন হর্ষল ও জয়দেব উনারকাট। ডুপ্লেসি , অভিষেক , রাহুলদের ধরাশায়ীর দিনে ২৫বছরের দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাব্স । ৩৬বলে ৪১ করেন স্টাব্স। তাকে যোগ্য সহায়তা করেন অভিষেক শর্মা । তিনিও করেন ৪১ রান। বর্তমানে রাজুর গান্ধী স্টেডিয়ামে বৃষ্টির কারণে স্থগিত রয়েছে ম্যাচ। এইরকম চলতে থাকলে দুই দলের মধ্যে ১পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে ।
IPL
বৃষ্টিতে বিঘ্ন আইপিএলের ম্যাচ

×
Comments :0