Member of Prashant Kishor

তৃণমূলের সভায় সরকারি গাড়িতে পিকে'র সদস্য

রাজ্য জেলা

Member of Prashant Kishor

তৃণমূলের সভায় অশোক স্তম্ভ লাগানো 'অন ডিউটি' বোর্ড সাঁটানো গাড়িতে করে হাজির হয়েছিলেন পিকে'র টিমের সদস্য! সংবাদমাধ্যমের সামনে পড়ে প্রশ্নবাণ ভেসে আসতেই সেই সদস্য ছুটে ঢুকে যান সটান পার্টি অফিসে।  শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে। জানা গেছে, এদিন বিকেলে মুরারইয়ের দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকের টিমের প্রতিনিধি জনৈক রাও। সবুজ রঙের যে গাড়িতে তিনি এসেছিলেন আসেন তাএ সামনে লালকালিতে লেখা ছিল 'অন ডিউটি,  গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল'।

 বোর্ডে ছিল অশোক স্তম্ভ। কোন পদাধিকার বলে অর্থের বিনিময়ে  তৃণমূলের প্রচারের দায়িত্বে থাকা রাও নামক ওই প্রতিনিধি এমন গাড়িতে চড়তে পারেন তা নিয়ে প্রশ্ন ওঠে।  সভা শেষে পিকের কর্মী রাও কে প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। গাড়িও লুকোচুরি খেলতে শুরু করে। শেষে দলীয় কর্মীদের বাধায় সংবাদমাধ্যম এলাকা ছাড়তে বাধ্য হয়।
গাড়ির চালক সুশান্ত দাস বলেন, "আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না।''
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন