Nepal

পরিস্থিতি জটিল হচ্ছে নেপালে, ওলির ওপর বাড়ছে পদত্যাগের চাপ

আন্তর্জাতিক

নেপালে কমবয়সীদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে ভাঙচুড় এবং আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে নেপালের সংবাদমাধ্যম সূত্রে। নেপালের প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগ করতে বলেছেন ওই দেশের সেনা প্রধান, নেপাল সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।
শুক্রবার ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। মোট ২৬টি, নথিভুক্ত নয়, এমন অ্যাপ সরকার বন্ধ করার পর থেকে বিক্ষোভ ছড়ায়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে নেপালে লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছেন। 
নেপাল সরকারের এই পদক্ষেপ জনগণ, বিশেষ করে, অল্পবয়সীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছে। কাঠমান্ডুতে প্রবল বিক্ষোভ চলছে।
ওলি মন্ত্রিসভার একাধিক সদস্য পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর ওপর আন্দোলনকারিরা চাপ বাড়াচ্ছেন পদত্যাগ করার। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডর বাড়িতেও হামলা চালানো হয়েছে। দখল করা হয়েছে রাষ্ট্রপতির বাড়ি।  
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানী কাঠমান্ডু সহ একাধিক জায়গায় কার্ফু জারি করেছে নেপাল প্রশাসন। কিন্তু নেপাল সংবাদমাধ্যম সূত্রে খবর কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। 
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সামাজিকমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়। ওলি সরকারের দুর্নীতি, অর্থনীতির বেহাল পরিস্থিতি, বেকারত্ব, স্বজনপোষন সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে এই বিক্ষোভ।

নেপালে বিক্ষোভে ১৯ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট বৈঠকে তিনি পদত্যাগ করেন।  
অন্তত ১৯ জনের মৃত হয়েছে নেপালের কাঠমান্ডু চলা কমবয়সীদের বিক্ষোভে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাঁরা সরাসরি গুলি চালাচ্ছে বিক্ষোভকারীদের উপর। গোটা নেপাল জুড়ে অন্তত ৩৪৭ জন আহত হয়েছে বলে সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ১৯ জনের মৃত্যু ও প্রায় ৩৫০ জন আহত হওয়ার নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন