আজ ২৩ এপ্রিল।বর্তমানে চলছে আইপিএল। আজকের দিনে ২০১৩সালে এই আইপিএলেই দ্রুততম শতরান করেছিলেন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৩০ বলে শতরান করেছিলেন তিনি। খেলাটি ছিল পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। এখনও অব্দি অক্ষত রয়েছে এই রেকর্ড। তার আগে ইউসুফ পাঠান ৩৭বলে শতরান করেন রাজস্থানের হয়ে। এরপর একে একে অভিষেক , প্রিয়ান্স , গিলক্রিস্ট , উইল জ্যাক্স , বিরাট , শেহভাগ , ওয়ার্নাররা নাম লিখিয়েছিলেন এই তালিকায় । তবে আপাতত সবথেকে কম বলে দ্রুততম শতরানের মালিক ক্রিস্টোফার হেনরি গেইল।
on this day 2013
আইপিএলে দ্রুততম শতরান গেইল করেছিলেন আজকের দিনে
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0