Paresh Rawal High Court

এখনই রাওয়ালকে গ্রেপ্তার নয়, নির্দেশ হাই কোর্টের

জাতীয়

বাঙালা ভাষিদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য এখনই গ্রেপ্তার করা যাবে না প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়ালকে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালিন বিচারপতি রাজশেখর মান্থা রাওয়ালকে নির্দেশ দিয়েছেন ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকার জন্য।

গুজরাট বিধানসভা নির্বাচনের সময় বাঙালা বিদ্বেষী মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তিনি মন্তব্য করেছিলেন, ‘‘পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?’’ 

রাওয়ালের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তালতলা থানায় রাওয়ালের বিরুদ্ধে এফআইআর করেন। তার অভিযোগের ভিত্তিতে পরেশ রাওয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি হাই কোর্টের দারস্থ হন। এদিন সেই মামলার শুনানিতে বিচারক মান্থা কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে রাওয়ালকে গ্রেপ্তার না করার।     

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন