Partha Chatterjee

দুর্নীতির দায় এড়ানোর চেষ্টা পার্থর

রাজ্য

নিয়োগ দুর্নীতিতে নিজেকে ফের নির্দোষ প্রমান করতে মরিয়া প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ সহ ১৩ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। এদিন শুনানি চলাকালিন পার্থ দাবি করেন বেআইনি নিয়োগের সাথে তাঁর কোন যোগ নেই। প্রাক্তন শিক্ষা মন্ত্রীর যুক্তি মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে নিয়োগ হয়। মন্ত্রীর সাথে নিয়োগের কোন যোগাযোগ নেই।

এর আগের শুনানিতেও এই একই যুক্তি দেখিয়ে ছিলেন পার্থ। গত ২ মার্চ আলিপুর আদালতের পক্ষ থেকে পার্থ সহ ১৩ জনকে ১৬ মার্চ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। জেল হেপাজত শেষ হওয়ায় এদিন আদালতে অভিযুক্তদের আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। ২৩ জুলাই পার্থকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সারদা তদন্তের মতো এই নিয়োগ দুর্নীতি তদন্ত দীর্ঘায়িত হবে কিনা তা নিয়ে সন্দেহ জাগছে মানুষের মনে। আট বছর ধরে তদন্ত করে এখনও পর্যন্ত সারদা চিট ফান্ড কান্ডে দোষিদের গ্রেপ্তার করতে পারেনি সিবিআই।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন