কেন্দ্রের এবং রাজ্যের সরকার শিক্ষার সুযোগকে কমিয়ে দিচ্ছে সমানে। শিক্ষাকে বেসরকারি মালিকদের ব্যবসার ‘পাঁচতারা পরিষেবা’ বানিয়ে মুনাফা লোটার বন্দোবস্ত করে দেওয়া চলবে না, গরিব শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্ব যাতে সরকার পালন করে তার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
রবিবার স্কুল টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়ার (এসটিএফআই) নবম সর্বভারতীয় সম্মেলনের শেষে কলকাতায় রানি রাসমনি রোডে প্রকাশ্য সমাবেশে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, যে শিক্ষকদের এখন স্কুলে থাকার কথা তাঁরা এখন রাস্তায় ধর্না দিতে বাধ্য হচ্ছেন, পুলিশের লাঠি খাচ্ছেন। শুধুমাত্র রাজ্য সরকারে দুর্নীতি এবং লুটে খাওয়ার কারণেই শিক্ষার এই দশা। তৃণমুল সরকারে আসার পরেই পরিকল্পিতভাবে নির্বাচিত সংস্থাগুলোকে ধ্বংস করেছে। সব প্রতিষ্ঠানগুলিতে দখলদারি কায়েম করেছে অবাধ লুটের বন্দোবস্ত করতে। শুধু পার্থ চ্যাটার্জিকে জেলে পুরে এই দুর্নীতিতন্ত্র বন্ধ হবে না, এর মাথা আরও ওপরে। এই পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের ছাত্রযুব মহিলারা যখন আন্দোলন তীব্র করে রাস্তায় নেমেছেন তখন তাদের দমন করতে পুলিশকে দিয়ে হামলা হেনস্থা করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাউথ ক্যালকাটা আইন কলেজে ধর্ষণের ঘটনা রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের দুর্নীতি দুষ্কৃতী তন্ত্রের বাড়বাড়ন্তের প্রমাণ দিচ্ছে। এই ঘটনাগুলি বিচ্ছিন্ন নয়, রাজ্যজুড়েই নারীদের নিরাপত্তা বিপন্ন এই দুর্নীতি দুষ্কৃতী তন্ত্রের জন্য।
সেলিম বলেন, সর্বজনীন শিক্ষার বন্দোবস্ত করার বদলে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার নানা ফরমান দিয়ে গরিব শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা আঙিনা থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে। আমরা চাই সর্বজনীন শিক্ষা।
গত শুক্রবার সারা দেশের শিক্ষক সংগঠনগুলির যুক্ত মঞ্চ এসটিএফআই’র নবম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছিল কলকাতার মহাজাতি সদনে। রবিবার সম্মেলন শেষে ধর্মতলায় রানি রাসমনি রোডে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষকরা সমাবেশে অংশ নেন, ছিলেন বিভিন্ন রাজ্যের শিক্ষক প্রতিনিধিরাও। সভায় মহম্মদ সেলিম, এসটিএফআই’র নব নির্বাচিত সম্পাদক ছাভা রবি, সভাপতি সিএন ভারতী, এবিটিএ’র সাধারণ সম্পাদক সুকুমার পাইন, এবিপিটিএ’র সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, এসএফআই’র সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রমুখ ভাষণ দিয়েছেন। আরএসএস বিজেপি’র সাম্প্রদায়িক শিক্ষানীতি, শিক্ষার সুযোগ সঙ্কোচনের নীতি প্রতিরোধে দেশজুড়ে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহবান জানিয়েছেন।
Md Salim
শিক্ষাকে মুনাফা লোটার ক্ষেত্র করা চলবে না, শিক্ষক সমাবেশে বললেন সেলিম

×
Comments :0