ওয়েনাড কেন্দ্র থেকে রাহুল গান্ধী সাংসদ পদ ছাড়ার পর ওই কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই প্রসঙ্গ টেনে বলতে গিয়ে নীতিশ রানে বলেছএন, ভাই বোন দুজনেই ওয়েনাড থেকে জয়ী হতে পেরেছে তার কারণ কেরালা মিনি পাকিস্তানে পরিনত হয়েছে। মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর এই মন্তব্য সামনে আসার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। সিপিআই(এম) এর পাশাপাশি কংগ্রেসও এই মন্তব্যের সমালোচনা করেছে।
Pinarai
কেরালাকে মিনি পাকিস্তান বলায় সরব বিজয়ন
×
Comments :0