Sougata Roy

বেলঘড়িয়ায় সৌগত রায়ের বিরুদ্ধে পোস্টারে

রাজ্য লোকসভা ২০২৪

তৃণমূল কংগ্রেসের অন্তর দ্বন্দ্বে বেলঘড়িয়ায় পোস্টার পড়লো দমদমের তিনবারের নির্বাচিত সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে। পোস্টার লাগালো তৃণমূলের কর্মীরা। দমদমের তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ এলাকার মানুষ তাঁকে চায়না। ৫ বছরে খুঁজে পাওয়া যায়নি। এই  পোস্টার পূর্ব বেলঘড়িয়া ৫/৮ যতীন দাস নগরের এক বহু তলের নিচে লাগানো হয়। 
দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ কামারহাটি আসেন রাজ্যের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার আগে তৃণমূল চায়না সৌগত রায়কে এই পোস্টারে ছড়িয়ে পরে পূর্ব বেলঘড়িয়া যতীন্দ্রনাথ অঞ্চলে। ৫ নম্বর খেলার মাঠ বৈশাখী মাঠের যাওয়ার রাস্তা এই পোস্টার দেখে  এদিন এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।  

Comments :0

Login to leave a comment