Manipur

আগামীকাল মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়

অশান্ত মণিপুরে যাওয়ার সাহস দেখাননি, সংসদে বিরোধীরা দাবি করলেও অশান্ত মণিপুর নিয়ে বিবৃতি দেননি। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আগামীকাল মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরের মুখ্যসচিব জানিয়েছেন আগামীকাল বেলা ১২:৩০ টা নাগাদ পৌঁছাবেন সেই রাজ্যে। প্রায় ৭,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

২০২৩ সালে জাতি হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সেই সময় মণিপুর নিয়ে সংসদে কোন বিবৃতি দিতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে। তিনি বা তার সরকারের কোন প্রতিনিধিও সেই সময় সেখানে যাননি। প্রায় দুই বছরের মাথায় মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 

বর্তমানে মণিপুরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিধিবদ্ধ প্রস্তাব পাশ করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রাখার। 

সূত্রের খবর আগামী বছর ১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনের কাজ মণিপুরে শেষ করতে চাইছে কমিশন। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী তিপরামথা সেই রাজ্যের এসআইআরের দাবি জানিয়ে সরব হয়েছে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন