পুঞ্চে পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার পুঞ্চে যান কংগ্রেস সাংসদ সেখানে গিয়ে অপারেশন সিঁদুর চলাকালিন পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেন তিনি, কথাও বলেন।
তিনি বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকায় থাকা এই মানুষেরা সেই সময় বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছেন। পাকিস্তানের হামলার ফলে তাদের ক্ষতি হয়েছে। তারা আমার কাছে আবেদন করেছেন জাতীয় স্তরে তাদের পরিস্থিতির কথা তুলে ধরার জন্য। আমি তাদের আশ্বাস দিয়েছি যে সেই কাজ আমি করবো।’’
৭ মে অপারেশন সিঁদুরের পর সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় পাকিস্তান। স্কুল, বাড়ি লক্ষ করে হামলা চালায় ওই দেশের সেনা বাহিনী। বহু স্কুল, বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ১৩ জন সাধারণ নাগরিক প্রাণ হারান সেই হামলায়।
২২ এপ্রিল পহেলগাম ঘটনার পর কাশ্মীরে যান রাহুল, তারপর ফের আজ একবার তিনি গেলেন। লোকসভার বিরোধী দলনেতা দুবার কাশ্মীর গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও যাননি। কিন্তু অপারেশন সিঁদুরকে সামনে রেখে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন তিনি।
পহেলগামের ঘটনার পর দুবার সর্বদলীয় বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেখানে প্রতিটা বিরোধী দল সরকারকে জানান সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা সরকারের পাশে আছেন। কিন্তু এর পাশাপাশি সিপিআই(এম) এবং কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয় অপারেশন সিঁদুর এবং পহেলগাম ঘটনা নিয়ে সর্বদলীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি এই মর্মে চিঠিও দেন প্রধানমন্ত্রীকে কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয় কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
বিরোধীদের দাবি ছিল সরকার কি ভাবছে এবং করবে তা জানা উচিত দেশের সাধারণ মানুষের এর পাশাপাশি যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেই দাবি করেছেন সেই বিষয় সরকারের কি বক্তব্য তাও স্পষ্ট করার দাবি জানান বিরোধীরা।
Comments :0