Salim Gardenrich

গার্ডেনরিচের ঘটনাস্থলে সেলিম

রাজ্য কলকাতা

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলতে ঘটনাস্থলে পৌঁছালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা কল্লোল মজুমদার, ফৌয়াজ খান, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম।

এদিন আহতদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেন সেলিম। কথাও বলেন তাদের পরিবারের সদস্যদের সাথে। সোমবার দুপুরের দিকে মহম্মদ সেলিম সহ বাকিরা ঘটনাস্থলে গেলে পুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় ঘটনাস্থলে যেতে। পুলিশের সাথে একপ্রস্থ বাক বিতন্ডায় জড়ান মহম্মদ সেলিম, সায়রা শাহ হালিম। পুলিশের বাঁধাকে উপেক্ষা করে ঘটনাস্থলে যান সেলিম।

সেলিমকে কাছে পেয়ে বহু সাধারণ মানুষ এগিয়ে আসেন। তার সাথে তারা কথা বলেন। এলাকায় বেআইনি নির্মান সম্পর্কে অভিযোগ করেন তারা। সায়রা হালিমকেও তারা জানান সেই সব কথা।

রবিবার রাতে বেআইনি নির্মান ঝুপড়ির ওপর ভেঙে পড়ায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে। তবে স্থানীয়দের দাবি এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। এখনও পর্যন্ত অনেকেই ধ্বংস স্তুপের তলায় আটকে আছে বলে জানা যাচ্ছে।

 

 

Comments :0

Login to leave a comment