চার রাজ্যের বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জির মতো অখিলেশও কংগ্রেসের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। বর্তমান সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শিবির বদল নিয়ে যেই জল্পনা চলছে তখন অখিলেশের এই টুইট বহু দিক থেকে প্রাসঙ্গিক বলে অনেকে মনে করছেন।
রাম মন্দির উদ্বোধন যে উত্তর প্রদেশ তথা গোটা দেশে লোকসভা নির্বাচনে বিজেপির একটি বড় নির্বাচনী প্রচার হাতিয়ার হবে সেই বিষয় কোন সন্দেহ নেই। ওই রাজ্যের রায়বারেলি আসন থেকে দীর্ঘদিন জয়ী হয়ে আসছে সোনিয়া গান্ধী। গত বছর আমেথি কেন্দ্র পরাজিত হন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী নিজে ওই রাজ্যের বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্রের খবর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
মন্তব্যসমূহ :0