ইসলামপুর ব্লকের কমলাগা সুজালির গ্রাম পঞ্চায়েতের এলাকার দখল নিয়ে উত্তেজনা অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চলে গুলির লড়াই। ঘটনায় মনজুর আলম নামে এক ব্যক্তি পিঠে ছররা গুলি লাগে। তার বাড়ি স্থানীয় হলুগছ গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে স্বাধীনতার দিনে এলাকায় একটি পার্টি অফিসে দখল নিয়ে ব্যাপক গুলিবাজি চলে। ঘটনায় ২২জন গুলিবিদ্ধ হয়েছিল। তারপর থেকে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। মনজুর জানিয়েছে, সে রামগঞ্জ থেকে ফিরছিল সেই সময় ওই এলাকায় সভা চলছিল সেখানে যাওয়ার পথে তার পিঠে গুলি লাগে। পুলিশ তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ জানায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Shootout at Islampur
ফের গুলির লড়াই ইসলামপুরে, গুলিবিদ্ধ এক

×
Comments :0