Jadavpur

যাদবপুরে প্রবীণদের ভোট লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাজ্য লোকসভা ২০২৪

ছবি- প্রতিকি

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে যাদবপুর লোকসভা কেন্দ্রে পরাজয়ের আশঙ্কায় ততোই মরিয়া হয়ে উঠছে তৃণমূল। প্রকাশ্য দিবালোকে প্রবীণ মানুষদের ভোট লুট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 
পঁচাশি বা তার বেশি বয়সের ভোটদাতাদের বাড়ি থেকেই ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকা অনুযায়ী। যাদবপুর লোকসভায় এই কাজ চলছে। যাদবপুরে সাধারণ ভোটাররা ভোট দেবেন ১ জুন। প্রবীণদের ভোট নেওয়ার কাজে রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদেরও বাড়ির কাছে থাকার কথা। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট নেওয়ার ক্ষেত্রে গোপন মতদানের অধিকার বজায় রাখতে হবে। যাদবপুরের ১৩০ নম্বর বুথে সিপিআই(এম)’র পোলিং এজেন্টদের সরিয়ে দেয় তৃণমূল।
অভিযোগ বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অজয়নগর বাইপাসের ধারে ১৩০ নম্বর বুথের ১৪ জন প্রবীণ ভোটারের ভোট নেওয়া হয়। সেই সময় তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী সিপিআই(এম)সহ বিরোধী পোলিং এজেন্টদের মারধর করে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। 
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এদিন বেলা প্রায় সাড়ে ১১ টা নাগাদ ঘটনা ঘটে। বাড়ি বাড়ি প্রবীণ মানুষদের ভোট নেওয়া হচ্ছিল। তৃণমূলের ২০-২৫ জনের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী বিরোধী এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেয়। তাঁদের কথায়, প্রবীণদের ভোটও লুট করল তৃণমূল। 
বুধবারই গভীর রাতে পঞ্চসায়র থানার ভগৎ সিং কলোনিতে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে সিপিআই(এম) কর্মী, সমর্থকদের বাড়িতে। সিপিআই(এম) পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। বিধান হালদার সহ সিপিআই(এম)’র দুই কর্মীকে মারধর করে। ঘটনাস্থলে আসেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, অপর্ণা ব্যানার্জিসহ স্থানীয় নেতৃত্ব। আক্রান্ত কর্মীদের প্রাথমিক চিকিৎসা করা হয়।
আবার টালিগঞ্জ অঞ্চলে সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যের ব্যানার এবং পোস্টারও রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment