DHUPGURI BISON

ধূপগুড়িতে বাইসনের হামলায় মৃত গ্রামবাসী

জেলা

মোড়াঘাট রেঞ্জের খট্টিমারি ফরেস্ট লাগোয়া এলাকায় স্থানীয়রা।

বাইসনের হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। শোকের ছায়া ডুয়ার্সের মোড়াঘাট রেঞ্জের খট্টিমারি ফরেস্ট লাগোয়া এলাকায়। পরিবার ও প্রশাসনিক সূত্রে খবর, গবাদি পশুর ঘাস কাটতে গিয়ে এদিন আচমকায় বাইসনের হামলার শিকার হন ওই ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম সুমারু মহম্মদ (৬৮)। তিনি জলপাইগুড়ি বনবিভাগ এর খট্টিমারি বিট সংলগ্ন দক্ষিণ শালবাড়ি এলাকার বাসিন্দা। 
গ্রামবাসী নজরুল ইসলাম বলেন, এদিন ওই ঘটনাস্থলেই আরো এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়ার পর দ্রুত তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন