বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশি ট্রলার আটক করা হয়েছে। আটক করা হয়েছে ওই ট্রলারের ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। বৃহস্পতিবার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়েছে আটক করা ট্রলারসহ মৎস্যজীবীদের। এনিয়ে গত ৪ দিনে মোট ১০৭ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
রাজ্যে এসআইআর আবহে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বহিনী। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বঙ্গোপসাগরে ভারতীয় সীমায় প্রবেশ করায় নাফিসা নামে বাংলাদেশি ট্রলারটিকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। এদিন ওই ট্রলারের ২৮ জন মৎস্যজীবীসহ ট্রলারটিকে নামখানা নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে আটক করা ট্রলার ও মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ধৃত মৎস্যজীবীদের কাকদ্বীপ আদালতে হাজির করা হবে বলে কোস্টাল থানার পুলিশের এক আধিকারিক এদিন জানিয়েছেন।
তিনি জানান, এনিয়ে মোট ৪টি বাংলাদেশি ট্রলার আটক করা হয়েছে। বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় এর আগে ৩টি ট্রলারসহ ৭৯ জনকে আটক করা হয়। তাদেরকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃত মৎস্যজীবীদের ভারতীয় জলসীমায় মাছ ধরার কোন বৈধ কাগজপত্র ছিল না।
Bangladeshi Fishermen
ট্রলার সহ নামখানায় আটক ২৮ বাংলাদেশি মৎস্যজীবী
×
Comments :0