সংঘর্ষ বিরতির একাধিক শর্ত মানতে তৈরি বলে জানিয়েছে হামাস। শনিবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ ‘এখনই বন্ধ করার’ জন্য ইজরায়েলকে নির্দেশ পাঠান। কিন্তু বোমাবর্ষণ থামেনি। শনিবার রাত পর্যন্ত সারা দিনে গাজায় অন্তত ৪১ প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল।
মধ্য প্রাচ্যের সংবাদমাধ্যম জানিয়েছে শনিবার বিমান থেকে বোমা ফেলার তীব্রতা কিছুটা কম। কিন্তু বিভিন্ন অস্থায়ী শিবিরে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার দক্ষিণ অংশে আল মাওয়াসিতে ড্রোন হামলায় নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
একদিকে হামলা চলছে। আরেকদিকে ইজরায়েল ঘোষণা করেছে ‘গাজায় সংঘর্ষ বিরতির প্রথম পর্যায়ের প্রস্তুতি চলছে’।
ট্রাম্প প্রকাশ্যে আক্রমণ বন্ধ রাখার ঘোষণা করলেও হামাস চাপে রাখতে বোমাবর্ষণে গোপন মদত জুগিয়ে যাচ্ছোন কিনা তা স্পষ্ট নয়। বারবারই এমন ট্রাম্প-নেতানিয়াহু আপাত বিরোধ দেখা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইজরায়েলের পক্ষেই অবস্থান নিয়ে গিয়েছে আমেরিকা।
এদিকে হামাস প্রাথমিক বার্তায় বলেছে, দু’তরফের বন্দিদের মুক্তিদের ছেড়ে দেওয়ার প্রস্তাব মানতে তৈরি। একাধিক প্রস্তাবে সম্মতি রয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন।
ট্রাম্প ঘোষিত কুড়ি দফা প্রস্তাবে বন্দিদের ছেড়ে দেওয়ার পাশাপাশি গাজায় টেকনোক্র্যাটদের প্রশাসন তৈরির কথা বলা রয়েছে। এই প্রশাসকদের গাজার মানুষ নির্বাচন করবে না। আবার বলা রয়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি পরিষদ গড়ার কথাও। হামাসকে অস্ত্র ছেড়ে দেওয়ার কথা বলা রয়েছে। কোনো কোনও পর্যবেক্ষকের মত, হামাসের সদস্যদের কার্যত গাজা থেকে তাড়াতে চাইছে আমেরিকা-ইজরায়েল। তবে দীর্ঘ দু’বছর গণহত্যার পরিপ্রেক্ষিতে আপাতত হামলা বন্ধ করতে আগ্রহী হামাস।
উল্লেখ্য, হামাস এর আগেও বন্দিদের মুক্তির ইচ্ছা জানিয়েছে। কিন্তু সেনা সরানোর দাবি খারিজ করে সংঘর্ষ বজায় রাখার রাস্তা নিয়ে গিয়েছে ইজরায়েলের নেতানিয়াহু সরকারই।
গাজা থেকে মধ্য প্রাচ্যের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেয়ার আল বালাহের মতো আক্রমণে বিধ্বস্ত এলাকায় এখন নীরবতা। হামাস নীতিগতভাবে সংঘর্ষ বিরতির প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। হামাসের অবস্থানকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্কের মতো একাধিক দেশ।
শনিবার রাতেও গাজা সিটির আম-তোফায় ইজরায়েলের হামলায় ১৭ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু।
Gaza
সংঘর্ষ বিরতির প্রস্তাবে হামাসের নীতিগত সম্মতির পরও হামলায় নিহত ৪১

×
Comments :0