এশিয়ান এথলেটিক্সের ষষ্ঠ দিনে রেকর্ড গড়লেন অনিমেশ খুজুর। ২০০ মিটারের দৌড় তিনি সম্পূর্ণ করলেন ২০.৩২সেকেন্ডে। ২০.৪০ সেকেন্ডে তার দৌড়ের রেকর্ড তিনি নিজেই ভাঙলেন। ২০১৫তে এই প্রতিযোগিতায় শেষবার পদক জিতেছিলেন ভারতের ধর্মবীর সিং। ২১ বছরের ছত্তিশগড়ের এই এথলিট উসেইন বোল্টের ভক্ত। ২০১৫তে ধর্মবীরের মতোই অনিমেশ ব্রোঞ্জ পদক জিতলেও জাতীয় রেকর্ডের ভিক্তিতেই এর মূল্য সোনা জয়েরই সমকক্ষ।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0