বই — মুক্তধারা
কিউবা আজও বিপ্লবীদের প্রেরণা
প্রদোষকুমার বাগচী
২৬ আগস্ট ২০২৫, বর্ষ ৩
কিউবা সমাজতন্ত্রের কাহিনি অনেকটা রূপকথার মতো। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ১৯৪৯ সালের চীন বিপ্লব বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি করেছিল তারই তরঙ্গশীর্ষে সংগ্রামী কিউবার বৈপ্লবিক আন্দোলনের মহাপ্রবাহ সমাজতন্ত্রের জয়যাত্রায় নতুন মাইলফলক প্রোথিত করে দিয়েছিল। বিশ্ব সাম্রাজ্যবাদের ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সমাজতান্ত্রিক বিপ্লবের এই সাফল্যকে ধরে রাখাও ছিল কঠিন কাজ। অনেক বন্ধুর পথ অতিক্রম করে মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত চক্রান্ত, অবরোধ নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে সমাজতন্ত্রের পতাকা আজও কি করে উড্ডীন সগৌরবে—এ নিয়ে আজও অব্যাহত রয়েছে নানা জিজ্ঞাসা। এই বিপ্লবের মহান রূপকার ফিদেল কাস্ত্রোর কথায়, এই সংগ্রাম চলেছিল প্রথমে স্পেনীয় ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে এবং তারপরে ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে সাম্রাজ্যবাদী দাসত্ববন্ধনের বিরুদ্ধে যখন জাতীয় মুক্তি অর্জনের ব্রতের সঙ্গে যুক্ত হয়েছে মানুষের উপরে মানুষের শোষণ নিশ্চিহ্ন করার ব্রত। তারই সার কথা আলোচিত হয়েছে বইটিতে।
সংগ্রামী কিউবা
ভানুদেব দত্ত। আর বি এণ্টারপ্রাইজেস। ১/১৬, চিত্তরঞ্জন কলোনি, কলকাতা-৭০০ ০৩২। ৩৫০ টাকা।
Comments :0