BSF BGB Dhaka

ঢাকায় বিএসএফ-বিজিবি সম্মেলনে আলোচনায় অনুপ্রবেশও

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-র ডিজি পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। পিলখানায় বিজিবি’র সদর দপ্তরে মঙ্গলবার শুরু এই বৈঠক চলবে ২৮ আগস্ট পর্যন্ত।   
সম্মেলনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, নৌ পরিবহণ মন্ত্রক, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আধিকারিকরা অংশ নিচ্ছেন। 
অপরদিকে, বিএসএফ’র ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ’র শীর্ষ আধিকারিকরা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও রয়েছেন। 
বিজিবি জানিয়েছে যে সীমান্ত সমস্যা, ‘পুশ ইন’, অনুপ্রবেশ রোধের মতো প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের মতো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

Comments :0

Login to leave a comment