Bangladesh England T-20

টি-২০‘তে ইংল্যান্ডকে তিন ম্যাচেই হারালো বাংলাদেশ

খেলা

Bangladesh England T-20 জয়ের পর উচ্ছ্বাস বাংলাদেশের।

টি-২০’তে কামাল পারফরম্যান্স দেখিয়েই চলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু তৃতীয় ম্যাচেও জিতল বাংলাদেশই। জয়ী সিরিজে।

ঢাকার শের ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের হয়ে ওপেনার লিটন দাস দারুণ পারফরম্যান্স করেন। তিনি ৫৭ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। অন্যদিকে শান্তও ৪৭ করে যোগ্য সঙ্গত দেন। নির্ধারিত ২০ ওভারে, ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বেঙ্গল টাইগার্স। 

জবাবে ব্যাট করতে নেমে, ডেভিড মালান ছাড়া আর সেইভাবে ব্রিটিশদের হয়ে কেউ হাল ধরতে পারেননি। মালান করেন ৫৩ রান। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। 

বাংলাদেশ জয়ী ১৬ রানে এবং ম্যাচের সেরা লিটন দাস। সিরিজের সেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন