LATIN CLUB CUP

কোপা লিবারতদেসের ফাইনালে ব্রাজিলের আতলেতিকো মিনেইরো

খেলা

লাতিন ক্লাব ফুটবলের ফাইনালে ব্রাজিলের আতলেতিকো মিনেইরো।
বুধবার বুয়েনস এয়ার্সের মনুমেন্টাল ডে নুনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনার রিভার প্লেটকে হারিয়ে কোপা লিবারতদেসের (লাতিন আমেরিকান ক্লাব ফুটবল প্রতিযোগিতা) ফাইনালে পৌঁছে গেলো ব্রাজিলের আতলেতিকো মিনেইরো।
প্রথম লেগেই ৩ - ০ গোলের ব্যাবধান গড়ে ফেলেছিলেন প্রাক্তন জেনিট ও ব্রাজিলিয়ান ফুটবলার হাল্ক। 
অপর একটি সেমিতে ব্রাজিলিয়ান দল বোটাফোগো মুখোমুখি হবে উরুগুয়ের পেনারলের। এই টুর্নামেন্টে শেষ ৫ বারে ব্রাজিলিয়ান দলই এই ট্রফি জিতেছে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে।
সম্ভবত ডিসেম্বরে ফিফা এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস করবে। আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন