প্রায় সাড়ে পাঁচ ঘন্টার এই টেনিস লড়াইয়ে শেষ হাসি হাসলেন আলকারেজ । নিজের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম আলকারেজ জিতলেন মাত্র ২২বছর বয়সেই। এই ম্যাচটি রোঁলা গাঁরোর ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা ম্যাচ হয়েই থাকল। জান্নিক সিনারকে হারালেন আলকারেজ। দুইটি সেটে পিছিয়ে থাকার পর উইম্বলডন জয়ী এই স্প্যানিশ দুরন্ত প্রত্যাবর্তন করলেন। ৪-৬ , ৬-৭ , ৬-৪ , ৭-৬ এবং ৭-৬ । শেষ রাউন্ডে একসময় ৫-৩ পয়েন্টে এগিয়ে থাকলেও আলকারেজের বিরুদ্ধে সমতা ফেরান সিনার। টাই ব্রেকারে জয় ছিনিয়ে নেন আলকারেজ। এই ম্যাচে বেশ কয়েকটি নতুন রেকর্ড হল। সিনার এর আগে চার ঘন্টা ধরে চলা কোনো ম্যাচেই জিততে পারেননি। অন্যদিকে আলকারেযে দুই সেটে পিছিয়ে থাকা অবস্থায় কোনো জয় পায়নি। তবে সোমবার এই ঘটনাটি ঘটালেন স্প্যানিশ টেনিস তারকা। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জেতা ইতালিয়ান এই টেনিস তারকার সঙ্গে কার্লোস আলকারেজ মোট ১২বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৮বারই জিতেছে আলকারেজ । তবে ফেডেরার নাদালোত্তর যুগে টেনিসে প্রতিদ্বন্দ্বিতার অভাব হবেনা। সিনার ও আলকারেজের প্রতিদ্বন্দ্বিতা যেন মনে করিয়ে দেয় ফেডেরার ও নাদালের লড়াইগুলির কথাই ।
FRENCH OPEN 2025
রোঁলা গাঁরোয় খেতাব আলকারেজের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0