আইপিএলে ফের হার চেন্নাইয়ের। ধোনিদের হারাল রাজস্থান। প্রথমে ব্যাট করে ১৮৭ করে চেন্নাই। নিজের দুরন্ত ব্যাটিংয়ে আরো একবার সবাইকে মোহিত করে দেন আয়ুশ মাহাত্রে। ২০ বলে ৪৩ করেন তিনি। ২৫ বলে ৪২ করেন ব্রেভিস। রাজস্থানের ইয়ুধবীর সিং ৩টি উইকেট নেন । ৮ টি উইকেট হারায় চেন্নাই। পরবর্তীতে ব্যাট করতে নেমে বৈভব করেন৩৩ বলে ৫৭ রান । ৩১ বলে ৪১ করেন সঞ্জু স্যামসন। দুটি উইকেট নেন অশ্বিন। ম্যাচ জিতে ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকল রাজস্থান। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রইল চেন্নাই।
Indian Premier League
চেন্নাইকে হারাল রাজস্থান

×
Comments :0