‘‘এই আবিষ্কার কাজে লাগিয়ে মরুভূমির বাতাস থেকে জল তৈরি করতে পারে, বন্দি করতে পারে কার্ব ডাই অক্সাইডকে, বিষাক্ত গ্যাসকে ধরে রেখে রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক করে কাজে লাগানো যেতে পারে।’’
রসায়নে ২০২৫’র নোবেল পুরস্কার বিজয়ীদের আবিষ্কার ব্যাখ্যা করে এমনই বলছে রয়াল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস।
তিন বিজয়ী সুসুমু কিতাগায়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগির নাম বুধবারই ঘোষণা করেছে আকাদেমি। তিন রসায়ন বিজ্ঞানী পাবেন মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন। টাকায় যার অর্থমূল্য ১০ কোটি প্রায়।
সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস বলছে, তিন বিজ্ঞানী আবিষ্কার করেছেন ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’। জৈব পদার্থের অণুতে ধাতব আয়নের গুরুত্ব ব্যাখ্যা করেছে তাঁদের তৈরি রাসায়নিক কাঠামো।
কিতাগায়া হাইড্রোকার্বন নিয়েই গবেষণা করছেন জাপানের কিয়টো বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও তিনি।
আমেরিকান রবসন রসায়ন পড়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
ইয়াগির জন্ম জর্ডনের আম্মানে। আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পিএইচডি। এখন তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
রসায়ন বিষয়ক নোবেল কমিটি বলেছে, ’’মেটাল-অর্গানিক কাঠামো বিশ্লেষণ নতুন দিগন্ত খুলে দিতে পারে। অতি পরিচিত বহু দ্রব্যের নতুন ব্যবহারের সম্ভাবনা তৈরি করতে পারে।’’
Chemistry Nobel
মরুভূমির বাতাস থেকে জল তৈরির আবিষ্কার, তিন রসায়নবিদকে নোবেল

×
Comments :0