DURAND CUP: BENGALURU CHENNAIYIN

ডুরান্ডে আজ বেঙ্গালুরু, চেন্নাইন

খেলা

ডুরান্ডের ম্যাচে নামতে চলেছে বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসি। বুধবার বেঙ্গালুরুর খেলা সন্ধ্যা সাতটা থেকে এবং চেন্নাইনের খেলা বিকেল ৪ টে থেকে । ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে নামবেন সুনীলরা এবং চেন্নাইন নামছে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। 

মোহনবাগান থেকে চেন্নাইনে যোগ দিয়েছেন কিয়ান নাসিরি এবং মুম্বাই থেকে বেঙ্গালুরুতে এসেছেন পেরেরা ডিয়াজ। আজ নজর থাকবে এই দুইজনের দিকে ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন