ABHIJIT GANGULY EC

কুরুচিকর মন্তব্যে অভিজিৎ গাঙ্গুলির প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

জেলা লোকসভা ২০২৪

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কমিশনে দায়ের হয়েছিল অভিযোগ।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির প্রচারে বিধিনিষেধ আরোপ করে কমিশন বলেছেন, ‘‘আদর্শ আচরণ বিধির সাধারণ পালনীয় কর্তব্য অনুযায়ী রাজনৈতিক দলগুলি এবং তাদের প্রার্থীদের বিপক্ষের নীতির সমালোচনা করার কথা বলা হয়েছে। তারা কারও ব্যক্তিজীবন বা জনজীবন সম্পর্কিত নয় এমন বিষয়ে মন্তব্য করতে পারবেন না।’’
কমিশন বলেছে, ‘‘অভিজিৎ গাঙ্গুলিকে শো-কজ নোটিস দেওয়া হয়। ২০ মে তার জবাব জমা পড়ে। কমিশন মনে করছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিচু মানের মন্তব্য করেছেন তিনি।’’
তমলুকে ভোট ২৫ মে।

Comments :0

Login to leave a comment