নববর্ষের সকালে দুই প্রধানে দেখা মিলল দুই ভিন্ন চিত্রের।।একদিকে মোহনবাগান যেমন সেজে উঠেছিল ট্রফি জয়ের আনন্দে। তেমনই অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবে সমর্থকসংখ্যা ছিল বেশ কম। শীর্ষকর্তা দেবব্রত সরকারের তত্ত্বাবধানেই মাঠে অনুষ্ঠিত হল ময়দানের চিরাচরিত বারপুজো। পুজোতে উপস্থিত ইস্টবেঙ্গলের আসন্ন মরশুমের অধিনায়ক নাওরেম মহেশ সিং। এরপর ১০টা নাগাদ অনুশীলনে নেমে পড়ে দল। প্রচণ্ড গরম থাকায় হালকা গা ঘামানো এবং বল নিয়েই অনুশীলন করান কোচ অস্কার। অনুশীলনে কড়া নজর রেখেছিলেন নবনিযুক্ত থানবয় সিংটো। তবে এরপরের ঘটনাটি সব লাল হলুদ সমর্থকদের কাছেই খুবই অপ্রীতিকর একটি ঘটনা হিসেবে থেকে যাবে। অনুশীলনের মাঝেই টানেল দিয়ে ক্লাবের দিকে যাওয়ার সময় অস্কারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ক্লেটন সিলভা। কি কথা হচ্ছিল সেটা শোনা না গেলেও চিত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ ছিল। বেশ কয়েকদিন ধরেই ক্লেটননের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে কোচ অস্কারের। তবে এইবার এই দুই পক্ষের মধ্যে অশান্তি চলে এল জনসমক্ষে। ইস্টবেঙ্গল দলের জন্য যা কাম্য নয়। আগামী ২০ তারিখে সুপার কাপ ডিফেন্ড করার লক্ষ্যে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দল। এইরকম পরিস্থিতিতে এই ঘটনা একদমই ভালো বার্তা বয়ে আনবেনা গোটা ইস্টবেঙ্গল দলের জন্য।
Eastbengal Club
নববর্ষে ইস্টবেঙ্গলে অশান্তি
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0