ভাড়া বাড়লেও প্রশ্নের মুখে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য। বৃহস্পতিবার জলপাইগুড়ি বেলাকোবা এবং রানিনগর স্টেশনের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল পদাতিক এক্সপ্রেস। জানা গেছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ১২৩৭৭আপ পদাতিক এক্সপ্রেস, সকাল ১০ .০৫ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে ঢোকার সময় ছিল। কিন্তু প্রায় ২ ঘন্টা পরেও জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি পৌঁছায়নি। চরম সমস্যায় পড়েন ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকরা। ঘটনাস্থলে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা।
প্রায় ঘন্টা দুয়েক পর রানিনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর ইঞ্জিন পাল্টানো হয়। নিউ আলিপুরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।
Train Late
ইঞ্জিন বিকল, ২ ঘন্টা দেরি পদাতিকের

×
Comments :0