Acropolis

অ্যাক্রপলিসে আগুন

কলকাতা

পাঁচ মাসের মধ্যে ফের অ্যাক্রপলিস মলে আগুন। এদিন সকাল ১১টা নাগাদ মলের ফুড কোর্টের একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মলের নিরাপত্তা কর্মীরা অগ্নি নির্বাপক ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।
গত জুন মাসে অ্যাক্রপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছিল। বেশ কিছুদিন মল বন্ধ থাকার পর দমকলের অনুমতি নিয়ে তা আবার খোলা হয়। সোমবারের ঘটনা ফের একবার নতুন করে প্রশ্ন তুলে দিল দমকলের ভূমিকা নিয়ে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন