Presidency Jail

প্রেসিডেন্সি জেলে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ

কলকাতা

প্রেসিডেন্সি জেল থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ। বুধবার সকালে জেল চত্বরের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে মৃত বন্দির নাম সন্দীপ দাস(২৯)। সন্দীপ ঝাড়খণ্ডের বাসিন্দা। বছরখানেক আগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল। পুলিশ হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে বিচারাধীন ছিলেন সন্দীপ। এদিন সকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজার পর জেল চত্বরের একটি গাছ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় জেলের নিরাপত্তাকর্মীদের। পরে ঘটনাস্থলে আসে হেস্টিং থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়। 
জেল সূত্রে জানা গিয়েছে বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বন্দি। তবে অবসাদের কারণ কী তা জানা যায়নি। অবসাদ থেকেই আত্মহত্যা কি না সেই বিষয়ে চলছে তদন্ত। কিন্তু জেলের মধ্যেই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।

Comments :0

Login to leave a comment