আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বাড়ল ভুমিপুত্রের সংখ্যা। এর আগে একটি বৈঠকে লিগের সব দলের প্রতিনিধিরা আইএফএকে প্রস্তাব দিয়েছিল অন্তত পাঁচজন ভূমিপুত্র প্রত্যেকটি দলেই খেলানো বাধ্যতামূলক করার জন্য। এবার সেই ডাকে সাড়া দিয়েই প্রিমিয়ার ডিভিশনে ভুমিপুত্রের সংখ্যা বাড়াল আইএফএ । বাংলা ফুটবলের উন্নতির স্বার্থে শনিবার সমস্ত দলগুলিকে নিয়ে একটি বৈঠক করে আইএফএ। সেই বৈঠকেই  সিদ্ধান্ত নেওয়া হয় যে এবারের প্রিমিয়ার ডিভিশনের প্রত্যেকটি দলকে অন্তত ৬জন ভূমিপুত্র ফুটবলারকে খেলাতেই হবে। বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি । বাংলা ফুটবলের উন্নতির স্বার্থে যাতে আরও বেশি বাঙালি ফুটবলারদের তুলে আনা যায় সেই জন্যই বাংলা ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।
 
calcutta primere divison league
কলকাতা লিগে ভুমিপুত্রের সংখ্যা বাড়ল
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0