India vs Australia Under 19

জুনিয়রদের দাপটে আটকে গেল অস্ট্রেলিয়া

খেলা

‎অনূর্ধ্ব-১৯ দলের টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ২৪৩ রানে অলআউট করে দিল ভারত। দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের আধিপত্যের সামনে অস্ট্রেলীয় ‎ব্যাটাররা বিন্দুমাত্র স্বস্তিতে ছিল না। স্টিভেন হোগাল ও জেড হোলিক কেবলমাত্র চতুর্থ উইকেটে ৬৫ রান যোগ করেন। এছাড়া আর কোন জুটি অর্ধশতরানের গণ্ডি পেরোইনি। ভোগান শেষ পর্যন্ত ৯২ করে আউট হন। ভারতের দীপেশ দেবেন্দ্রন ৪৫ রানে ৫ উইকেট পান। কিষণ কুমার ৩ উইকেটে নেন ৪৮ রানে। আগামীকাল ভারত ব্যাট করবে।

Comments :0

Login to leave a comment