U-19 SAFF CHAMPIONSHIP 2025

অনূর্ধ্ব ১৯ সাফকাপ জয় ভারতের

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ফুটবল অফিসিয়াল ফেসবুক পেজ

বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব ১৯ সাফকাপ জয় ভারতের। ম্যাচের পরোতে পরোতে ছিল উত্তেজনার পারদ। ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথমে গোল করে ভারতের অধিনায়ক সিঙ্গায়ুম শামি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে শোধ দেয় বাংলাদেশের জয় আহমেদ।ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। প্রথমে ৩-১ এ এগিয়ে থাকা অবস্থা থেকে জয় হাতছাড়া করল বাংলাদেশ। পর পর দুটি সেভ দেন ভারতের গোলরক্ষক সুরাজ সিং। শেষ শটে বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেনের বিপরীতদিকে শটে বল জালে জড়ান অধিনায়ক সিঙ্গায়ুম।এই নিয়ে চতুর্থবার এই শিরোপা জিতল ভারতের অনূর্ধ্ব  ১৯  দল।

Comments :0

Login to leave a comment