ক্লাব ফুটবলের মরশুম শেষের দিকে আসতেই জমে উঠেছে সব দেশের লিগ প্রতিযোগীতাগুলি। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেলেও অন্যান্য লিগে লড়াই হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি। ইতালিয়ান সিরি ' এ ' তে বর্তমানে ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার। রাতের ম্যাচে দুই দলই জয় পেয়েছে । বাকি আরো তিনটি ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। জার্মান বুন্দেসলিগায় বায়ার্নের সামনে সুযোগ ছিল তিনম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার। কিন্তু লিপজিগের বিরুদ্ধে পোলসেনের শেষ মুহূর্তের গোলে ৩-৩ ড্র করেছে বায়ার্ন । ফলে বর্তমানে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের। ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন লেভারকুরসেনের। অংক অনুযায়ী যদি বাকি দুটি ম্যাচ বায়ার্ন হারে এবং তিনটি ম্যাচ লেভারকুরসেন জেতে তবে দুইদলেরই পয়েন্ট হবে ৭৬ । সেক্ষেত্রে দেখা হবে গোলপার্থক্য। বায়ার্নের গোলপার্থক্য ৯০ । লেভারকুরসেনের ৬৬ । ফলে বায়ার্নেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি। স্প্যানিশ লালিগায় জয় পেয়েছে বার্সিলোনা। রবিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচ রয়েছে রিয়ালের। লালিগার শীর্ষে রয়েছে বার্সা। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট রিয়ালের। রবিবারের ম্যাচ জিতলেই পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ৪ । সেক্ষেত্রে আগামী ১১মে তারিখের ' এল ক্লাসিকো ' - ই হয়ে দাঁড়াবে লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচ। রবিবার সকালে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ৪-১ গোলে হারিয়েছে নিউইয়র্ক রেড বুলসকে। ৬৭ মিনিটে গোল পেয়েছেন মেসি।
International Club Football League
দূরের ক্লাব ফুটবল

×
Comments :0