KCA Ban Sreesanth

নির্বাসিত শ্রীসন্ত

খেলা

KCA Ban Sreesanth

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জু স্যামসনের জায়গা না পাওয়া নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থ। তার জেরেই KCA ( কেরালা ক্রিকেট এসোসিয়েশন ) তাকে ৩বছরের জন্য নির্বাসিত করল। শ্রীসন্তের মন্তব্যকে মিথ্যা ও ভিক্তিহীন বলে অভিযোগ করেছে কেরালা ক্রিকেট এসোসিয়েশন। তার ফ্র্যাঞ্চাইজ দল ' কোল্লাম এরিস ' কেও এর বিরুদ্ধে নোটিস পাঠানোর পরে তাদের তরফ থেকে সন্তোষজনক উত্তর পাওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা তাদের বিরুদ্ধে। শ্রীসন্ত একটি মালয়ালাম টিভি চ্যানেলের প্রোগ্রামে সঞ্জু স্যামসন ও KCA নিয়ে মন্তব্য করেছিলেন। সে সময় বিনয় হাজারে ট্রফির জন্য কেরালা দল থেকে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। তাই সমালোচিত হচ্ছিল KCA । সেই মন্তব্যে  সঞ্জুকে সমর্থন জানিয়েই KCA -র সমালোচনা করেছিলেন শ্রীসন্ত। তবে KCA -র বিবৃতিতে স্পষ্ট করেই জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে ভিক্তিহীন মন্তব্যের জেরেই এই নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে তারা।  

 

Comments :0

Login to leave a comment