মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু দুপুর ৩:৩০টেয়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত ৬এপ্রিল। কিন্তু সেইদিন রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশ প্রশাসন না দিতে পারায় তা সরে যায় মঙ্গলবারে। গত ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসী রাহানের দল। ব্যাটিংয়ে নজর কাড়ছেন ভেঙ্কটেশ আইয়ার।বোলিংয়ে মইন আলী , সুনীলের মত অভিজ্ঞরা রয়েছেন। রয়েছেন বরুণ , হর্ষিত রানারাও । অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কার দল মুম্বইকে হারিয়েছে গত ম্যাচে। তাদের দলেও মার্করাম , মিলার , নিকোলাস পুরান , আবেশ খানরা রয়েছেন। ফলে ম্যাচ খুব জমজমাট হতে চলেছে।
indian premier league
আইপিএলে কলকাতা বনাম লক্ষ্ণৌ
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0